সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান সেমন্তী সৌমি

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার সাথে জুটি বেঁধে অভিনয় করতে মুখিয়ে আছেন বর্তমান সময়ের নায়িকারা। 

তবে এমন সুযোগের অপেক্ষায় থাকা এসব নায়িকাদের ভিড়ে নিজেকে জড়াতে চাননা মডেল সেমন্তী সৌমি। কিং খানকে নিয়ে তার নেই বাড়তি কোনো আগ্রহ।

ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান সেমন্তী সৌমি

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিনেত্রী সেমন্তী সৌমি বলেন, ‘এখন সিনেমার ধরন বদলে গিয়েছে। যেমন যে কাউকে প্রশ্ন করলেই হয়তো শাকিব খানের নাম বলবেন। কারণ তিনি সুপার স্টার। কিন্তু আমার তেমন কোনো চাওয়া নেই। কারণ ভালো গল্প ও নির্মাণ হলে দর্শক সিনেমা দেখবেই। আমাকে যদি ভালো গল্প দিয়ে নতুন একজন নায়কও জুটি হিসেবে দেওয়া হয়, না করব না। আমি শুধু দেখব আমার চরিত্রের গভীরতা কতটুকু।’

ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান মডেল সেমন্তী সৌমি

এনিয়ে সেমন্তী সৌমি আরো বলেন, ‘বর্তমানে ওয়েব ফিল্ম বেশ ভালো হচ্ছে। তাই ভালো গল্প পেলে ওয়েব ফিল্ম করব। বেশ কিছু কাজের প্রস্তাবও পেয়েছি। তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাইছি না।’

Samonty Shoumi

উল্লেখ্য, রুপালি পর্দায় ‘অস্তিত্ব’ ও ‘বয়ফ্রেন্ড’ সিনেমার মাধ্যমে আবির্ভাব ঘটে সেমন্তী সৌমির। 

মডেল সেমন্তী সৌমি’র চাওয়া শাকিব খান নয়

এরপর বেশ কিছু সিনেমায় নাম লেখালেও তা শেষ পর্যন্ত করেননি সৌমি। 

সৌমির চাওয়া শাকিব নয়, গল্প

সর্বশেষ ‘মেঘনাকন্যা’ নামে একটি নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করেছেন সৌমি। 

সেমন্তী সৌমির চাওয়া শাকিব খান নয়

এখন তার টার্গেট ওটিটি। এরই মধ্যে বঙ্গবিডি ‘গার্লসস্কোয়াড’ সিজন থ্রিতে অভিনয় করে নজর কেড়েছেন সৌমি। 

সেমন্তী সৌমির চাওয়া শাকিব নয়, ভালো গল্প

আগামী দিনে ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান তিনি।

Main Ad

এএইচএম/বিনোদন/নিউজ ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>