সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

দ্রুত কাউন্সেলিং ও নিয়োগের দাবিতে চাকুরী প্রার্থীদের জোড়া মিছিল

নিজিস্ব প্রতিবেদক : দ্রুত কাউন্সেলিংয়ের দাবিতে বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকের চাকুরী প্রার্থীদের জোড়া মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। দুপুরে কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে প্রায় দেড়টা নাগাদ এই মিছিল ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে পৌঁছে। তখন ডোরিনা ক্রসিংয়ে অধিকাংশ চাকরি প্রার্থী রাস্তায় বসে পড়েন। পুলিশ তাঁদের তুলতে গেলে  দুপক্ষের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। এসময় কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ উঠে। এর জেরে বেশ কিছুক্ষণ ডোরিনা ক্রসিং বন্ধ থাকায় ধর্মতলা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে।


চাকরি প্রার্থীরা জানিয়েছেন, তাদের সঙ্গে ছিল মুখ্যমন্ত্রীকে লেখা একটি খোলা চিঠি। যাতে তাঁরা লিখেছেন, তাঁদের প্রথম পর্বের কাউন্সেলিং শেষ হয়েছে ১১ ডিসেম্বর। প্রথম পর্বের কাউন্সেলিংয়ে ১০২৫ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন, ৯৪ জন প্রার্থী এসেও স্কুল বাছাই করেননি। সব মিলিয়ে দুই হাজারেরও বেশি প্রার্থীর দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে ডাক পাওয়ার কথা। কিন্তু দ্বিতীয় পর্বের কাউন্সেলিং এখনও শুরুই হয়নি। তাই দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করা এবং প্রথম পর্বের কাউন্সেলিংয়ের ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।


মিছিলে অংশগ্রহণকারী বেশ কিছু মহিলা চাকরি প্রার্থী ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে বসে পড়েন। কেউ কেউ রাস্তার উপরেই শুয়ে পড়েন। সেজন্য ডোরিনা ক্রসিং কিছু ক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ায় এস এন ব্যানার্জি রোড-সহ ধর্মতলায় যানজট হয়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাঁদের ডোরিনা ক্রসিং থেকে সরাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কয়েক জন চাকরিপ্রার্থীকে তুলে নিয়ে গিয়েও সরিয়ে দেয় পুলিশ। এ নিয়ে পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘পুরোটাই কোর্টে আটকে রয়েছে। সরকার চাকরি দিতে ইচ্ছুক। কোর্ট থেকে জট ছাড়লেই আমরা দ্রুত নিয়োগ দেব।’’


অন্য দিকে, আইসিডিএস সুপারভাইজ়ার গ্রুপ ‘বি’ পদে দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকে বিকাশ ভবনের কাছে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের সামনে ধর্না-অবস্থানে বসেন চাকরিপ্রার্থীরা। সুপারভাইজ়ার গ্রুপ ‘বি’ পদের এক চাকরি প্রার্থী কৃষ্টি মজুমদার বলেন, ‘‘আমাদের ২০২৩ সালে পরীক্ষার ফল বেরোয়। তার পরে ৮ মাস কেটে গিয়েছে। প্যানেলভুক্ত ২৯৩১ জনের মধ্যে মাত্র ১৩৭ জনের নিয়োগ হয়েছে। বাকিদের এখনও নিয়োগ হল না। অথচ আমাদের মেডিক্যাল, পুলিশ ভেরিফিকেশন সবকিছু হয়ে গিয়েছে।’’ 


এদিকে দুপুরে শান্তিপূর্ণ অবস্থান চলাকালীন সময়ে বিধাননগর (উত্তর) থানার পুলিশ তাঁদের অনেককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে চাকরি প্রার্থীরা জানান।


Main Ad

এফএন/কলকাতা/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>