সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

প্রধানমন্ত্রী বলেছেন, বিচার হবে : মুমতারিন ফেরদৌস ডরিন

নিউজ ডেস্ক : সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ‘আনোয়ারুল আজীম আনার’ এর কন্যা ‘মুমতারিন ফেরদৌস ডরিন’ কে মাননীয় প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা’ উক্ত হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়ে আশ্বস্ত করে ধৈর্য্য ধারণ করতে বলেছেন। 


বুধবার (২২ মে) বিকেল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন মুমতারিন ফেরদৌস ডরিন।

উক্ত ফেসবুক পোস্টে ডরিন লিখেছেন, “আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য ধরো তুমি। বিচার হবে।”

প্রধানমন্ত্রী বলেছেন, বিচার হবে : মুমতারিন ফেরদৌস ডরিন

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে মুমতারিন ফেরদৌস ডরিন সাংবাদিকদের বলেছেন, যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এটা আমি দেখতে চাই। 

মুমতারিন ফেরদৌস ডরিন ও এমপি আনোয়ারুল আজিম আনার

এদিকে পিতা ‘এমপি আনোয়ারুল আজীম আনার’ নিখোঁজ থাকাকালীন সময়ে যখন তার হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি তখন মেয়ে ‘মুমতারিন ফেরদৌস ডরিন’ এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, “আমার বাবা আসবে বলে আমি রোজ দরজার দিকে তাকিয়ে থাকি, কখন বলবে আমার ছোট আম্মু কই।”

মেয়ে  মুমতারিন ফেরদৌস ডরিন ও এমপি আনোয়ারুল আজিম আনার

উল্লেখ্য, ১২ মে চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজীম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে গিয়ে তিনি তার ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরাহনগরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর কথা বলে বেরিয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। বুধবার (২২ মে) ভারতীয় পুলিশ জানায়, কলকাতার নিউ টাউনে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

Main Ad

এফএ/ডেস্ক রিপোর্ট/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>