সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ফিফা বর্ষসেরা কোচ পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে ২০২৩ ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন পেপ গার্দিওলা। 

১৯ ডিসেম্বর ২০২২ হতে ২০ আগস্ট ২০২৩, এই সময়ের মধ্যে ছেলেদের ফুটবলের সেরা কোচ নির্বাচন করেছে ফিফা। সেরা তিনে গার্দিওলার সঙ্গে ছিলেন লুসিয়ানো স্পালেত্তি ও সিমোন ইনজাগি।


শুরুতে বছরের সেরা কোচদের মধ্য থেকে পাঁচ জনকে বেছে নিয়েছিল ফিফা। সেই তালিকা থেকে আন্তর্জাতিক জুরি বোর্ড (যেখানে আছেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, ফুটবল সাংবাদিক এবং ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ভোট প্রদান করা সমর্থকরা) বেছে নেয় সেরা তিনজনকে।

প্রাপ্ত ভোটের ফলাফল অনুসারে ২৮ স্কোরিং পয়েন্ট পেয়েছেন গার্দিওলা, ১৮ পয়েন্ট পেয়েছেন স্পালেত্তি এবং ১১ পয়েন্ট ইনজাগির।

ফিফা বর্ষসেরা কোচ ২০২৩ পেপ গার্দিওলা

বর্ষসেরা নির্বাচিত হওয়া পেপ গার্দিওলা নিঃসন্দেহে গত মৌসুমে নিজের নাম ইতিহাসের পাতায় স্থায়ীভাবে অঙ্কিত করেছেন। প্রথম কোচ হিসেবে তিনি দুইবার ট্রেবল জেতার কীর্তি গড়েছেন। ২০০৯ সালে বার্সেলোনাকে একাধারের লিগ, কাপ এবং চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন তিনি। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকেও একই সাফল্য পাইয়ে দিয়েছেন এই অভিজ্ঞ স্প্যানিশ কোচ। ২০২৩ সালে আরও দুই শিরোপা জিতেছে সিটি- উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।


গার্দিওলার প্রতিদ্বন্দ্বী ইনজাগি গত মৌসুমে ইন্টার মিলানের সাফল্যের রূপকার। তার অধীনে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে নেরাজ্জুরিরা। এর মধ্যে আসরের সেমিফাইনালে তার দল রোমাঞ্চকর লড়াইয়ে মিলান ডার্বি জিতে নেয়। তবে ফাইনালে ইন্টার হেরে যায় তুলনায় বেশি শক্তিশালী ম্যানচেস্টার সিটির কাছে। যদিও ইনজাগির অধীনে গত মৌসুমে ইতালিয়ান সুপার কাপ এবং ইতালিয়ান কাপ জেতে ইন্টার। আর সিরি আ'র মৌসুম শেষ করে তিনে থেকে।


গার্দিওলার আরেক প্রতিদ্বন্দ্বী স্পালেত্তি গত মৌসুমে ইতালিয়ান ফুটবলে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চ্যাম্পিয়ন বানানোর ৩৩ বছর পর গত মৌসুমে প্রথমবার সিরি আ'র শিরোপা জেতার স্বাদ পায় নাপোলি। ঐতিহ্যবাহী ক্লাবটিকে শিরোপা জেতানোর পেছনে মূল নায়ক দলটির প্রধান ৬৪ বছর বয়সী স্পালেত্তি।  


• আরো পড়ুন: ফিফা বর্ষসেরা খেলোয়াড় (২০২৩) মেসি


তার অধীনে গত মৌসুমে ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে নাপোলি। লিগে সর্বোচ্চ ৭৭ গোল করার পাশাপাশি সবচেয়ে কম গোল হজমের রেকর্ডও গড়েছে তারা। এমন সাফল্যে প্রথমবার সিরি আ'র বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পালেত্তি। এরমধ্যে গত আগস্টে তিনি ইতালি জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব নিয়েছেন। তবে  অবশেষে পুরস্কার উঠল গার্দিওলার হাতেই।

Main Ad

এফএ/নিউজ ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>