সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

কিছু প্রার্থী নৌকা পেলেও বৈঠা পায়নি: নিক্সন চৌধুরী

বিশেষ প্রতিবেদক : ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তৃতীয়বারের মতো জয়ী মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, আমরা নৌকার পক্ষের লোক। তবে নৌকার মাঝির বিপক্ষে। আমরা নিজ নিজ এলাকায় কিছু প্রার্থী নৌকাটা ঠিকই পেয়েছে তবে, বৈঠাটা আমরা (স্বতন্ত্র) পেয়েছি। বুধবার বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এসব কথা বলেন।


এসময় নিক্সন চৌধুরী বলেন, আমাকে তিন বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলো। সারা বাংলাদেশে যারা এমপি নির্বাচন করে এটা তাদের জন্য সিগন্যাল। জনগণের কাছে থাকতে হবে, বিপদে জনগণের পাশে থাকতে হবে, উন্নয়ন করতে হবে। যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দুই দুবার সঠিকভাবে পালন করেছি দেখেই কিন্তু জনগণ আমাকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র হিসেবে নির্বাচিত করেছেন। অতএব জনগণের বাইরে কিছু না, সব শক্তি জনগেণের। আমি আমার এলাকার মানুষকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে আবারও নির্বাচিত করেছেন, তাদের সেবা করার সুযোগ দিয়েছে।


স্বতন্ত্ররা মিলে জোট গঠন করবেন কীনা? এমন প্রশ্নের বিষয়ে তিনি বলেন, আমরা আজ কেবল শপথ নিলাম, সবাই পরিচিত না, আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেব। তবে বিরোধী দলের নেতা হওয়ার জন্য স্বতন্ত্র নির্বাচন করিনি।


নিক্সন চৌধুরী আরো বলেন, দলীয় স্বতন্ত্র না হলেও দলীয় বিদ্রোহী প্রার্থী আমরা। তবে বিদ্রোহী না বলে স্বতন্ত্র বলেই রাখেন। আমরা ৬২ জন পরিচিত হলাম আজ, শপথ নিলাম, ভবিষ্যতে কী করা যায় তা আমরা বসে ঠিক করবো।

Main Ad

এসএনআর/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>