সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

সিরিয়ায় বিমান হামলায় ১০ জন নিহত

নিউজ ডেস্ক : সিরিয়ার দক্ষিণ-পূর্ব সুইদা প্রদেশের প্রতিবেশী শহর আরমান এবং মালহকে লক্ষ্য করে করা বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) এই হামলার ঘটনা ঘটে। উক্ত হামলার পেছনে জর্ডানের বাহিনী রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও সরকার এখনও হামলায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেনি।


সুইওয়েদা টুয়েন্টিফোর নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিমানগুলো স্থানীয় সময় মধ্যরাতের পর আবাসিক এলাকায় একযোগে হামলা চালায়। এই হামলায় কিছু ঘরবাড়ির মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরমানে দ্বিতীয় হামলায় অবশ্য দুটি বাড়ি ধসে পড়ে এবং অন্তত ১০ জন বেসামরিক লোক নিহত হয়। নিহতদের মধ্যে চার নারী ও দুই মেয়ে রয়েছে, যাদের বয়স পাঁচ বছরের কম।


আরমানের বাসিন্দা মুরাদ আল-আব্দুল্লাহ আল জাজিরাকে বলেছেন, যা ঘটেছে তা হলো শিশু ও নারীদের বিরুদ্ধে গণহত্যা। বোমা হামলা শুধু মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বাড়িতেই সীমাবদ্ধ ছিল না।


জর্ডান সীমান্তের কাছের গ্রামের উপজাতি এবং বাসিন্দারা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পৃথক বিবৃতি দিয়েছেন।


বৃহস্পতিবার জোটের শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি বলেন, আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ মহড়া পরিচালনা করা হবে। মূলত এটি একটি সামরিক পরিকল্পনা, যার মাধ্যমে রাশিয়ার যেকোনো হামলা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হবে।


তথ্যসূত্র: আল জাজিরা

Main Ad

এমজেএইচআর/নিজিস্ব প্রতিবেদক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>