সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

বিয়ে করলেন উপস্থাপিকা মৌসুমী মৌ

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ বিয়ে করেছেন। তার স্বামীর নাম আরিফ হক। গণমাধ্যমে মৌ জানিয়েছেন, পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

উপস্থাপিকা মৌসুমী মৌ

বিশেষ সূত্রে জানা যায়, ‘আরিফ হক’ আগে থেকেই ‘মৌসুমী মৌ’ কে পছন্দ করতেন। পরবর্তীতে মৌ সবকিছু জানলেও বিয়ে বা প্রেমের কোনো সম্পর্কে যেতে না চেয়ে তিনি সময় চেয়েছিলেন।

এরপর আরিফের পরিবারের পক্ষ থেকে যখন মৌয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়, তখন দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে একাধিক সূত্র জানিয়েছে।

বিয়ে করলেন মৌসুমী মৌ

উপস্থাপনার জন্য বেশি পরিচিত মৌসুমী মৌ। উপস্থাপক হিসেবে মৌয়ের কথা বলা ও ব্যক্তিত্ব দেখেই আরিফ প্রেমে পড়ে যান। কিন্তু কোনোভাবেই ভালোবাসার মানুষের কাছে খবরটি পৌঁছাতে পারছিলেন না আরিফ। মৌ বলেন, “আমাকে আরিফ পছন্দ করে, এটা আমি অনেক পরে শুনেছি আমার কাজিনের কাছ থেকে। আমার কাজিন আরিফদের এক ব্যাচ সিনিয়র, যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেন কুয়েটে। আরিফ বুয়েটে পড়তেন, তবে তাঁর উচ্চমাধ্যমিক পর্যন্ত খুলনায়ই কাটে। ফলে কুয়েটের অনেক সিনিয়র ভাইয়া-আপুদের সঙ্গেই আরিফের পরিচয় ছিল। তখনই আমার কাজিন তাঁকে সরাসরি বলে দেয় যে হবে না, লাভ নেই। তখন আমি প্রেম, বিয়ে বা এগুলো নিয়ে তেমন কিছুই জানি না। আমাদের নিজেদের মধ্যে পরিচয়ও ছিল না। এগুলো তো প্রায়ই শুনি। তাই গুরুত্ব দিইনি।”

এদিকে গত বছর মৌসুমী মৌ চট্টগ্রামের ফয়’স লেকে একটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে হাজির হয়েছিলেন। সেদিনই তিনি প্রথম মেসেঞ্জারে একটি খুদে বার্তা পান। ছবি নিয়ে কথা হয় তাঁদের। তখন মৌ বুঝতে পারেন যে আরিফ তাঁকে খুব পছন্দ করেন। একপর্যায়ে কথা বলে জানতে পারেন, আরিফ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেছেন। মৌ পরে বুঝতে পারেন তাঁর মা-বাবা এই বিয়েতে রাজি। তখন এনিয়ে ভাবতে ১০ দিন সময় চেয়ে নেন এই উপস্থাপিকা।

এই প্রসঙ্গে উপস্থাপিকা মৌ বলেন, “সাত দিন ভেবেচিন্তে যখন আমার মনে হলো যে আরিফকে বিয়ে করা যায়, তখন বিয়েতে মত দিয়েছি। আসলে খুব অল্প সময়ের মধ্যে সবকিছু হয়েছে।”

কেন মনে হলো আরিফকে বিয়ে করা যায়? এই বিষয়ে অভিনেত্রী বলেন, “আমাদের এরমধ্যে বেশ কয়েকবার কথা হয়েছে। এসময় বুঝলাম যে আমাদের মধ্যে আসলে অনেক বিষয়ে মিল রয়েছে। আমি যেমন একটু চঞ্চল, কারও সঙ্গে নানা বিষয় নিয়ে সহজেই কথা বলতে পারি, আড্ডা জমে যায়। তেমন আরিফও যেকোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। আমি যেহেতু বিয়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই মা–বাবা আর মামাদের খুব চাপ ছিল। সবকিছু মিলিয়েই মনে হয়েছে যে আরিফের সঙ্গে সংসার করা যায়।”

• আরো পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন দর্শনা ও সৌরভ

অন্যদিকে বিয়ের খবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মৌসুমীর স্বামী আরিফ লিখেছেন, “কবি কী বলেছেন, মনে আছে কিছু? আমি তো প্রেমে পড়িনি! প্রেম আমার ওপরে পড়েছে। আলহামদুলিল্লাহ, আমিই তার প্রেমে পড়েছি। পড়েছি তো পড়েছি, বিয়ে না করে আর উঠতে পারিনি! সবশেষ তিনবার আলহামদুলিল্লাহ লিখে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।”

উপস্থাপিকা মৌসুমী মৌ

উল্লেখ্য, ‘মৌসুমী মৌ’ এক দশক আগে অভিনয় দিয়েই তার ক্যারিয়ার শুরু করেন। শুরুর দিকে তিনি ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে যোগ দেন। ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি। এখনো মূকাভিনয়ে নিয়মিত। এছাড়া তিনি ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের পরিচালক। মূকাভিনয় শুরুর পর মৌ সঞ্চালক হিসেবে নাম লেখান। বর্তমানে অভিনয় ও সঞ্চালনায় দুই মাধ্যমেই তিনি হয়ে উঠেছেন পরিচিতি মুখ। নাটকের পাশাপাশি ইতিমধ্যে সিনেমায়ও নাম লিখিয়েছেন তিনি।


এদিকে তার স্বামী ‘আরিফ হক’ বাংলাদেশ বিজ্ঞান পরিষদের ‘সভাপতি’, যিনি বুয়েটে পড়াশোনা করেছেন। বর্তমানে ‘হেড অব অ্যাডমিশনস’ হিসেবে দায়িত্ব পালন করছেন শিখো টেকনোলজিস, বাংলাদেশে।

Main Ad

এএইচএম/নিউজ ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>