সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

বিয়ের পিঁড়িতে বসলেন দর্শনা ও সৌরভ

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন 'মন্টু পাইলট' খ্যাত অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। কয়েক বছর ধরেই টালিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করে বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত এই জুটি।


দীর্ঘদিন চুটিয়ে প্রেম করলেও কখনও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেননি সৌরভ-দর্শনা। বারবারই তারা প্রেমের সম্পর্ককে মিথ্যে আর গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। হয়তো সোজা বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত শুক্রবার (১৫ ডিসেম্বর) বিয়ে করলেন তারা। কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বসেছিল সৌরভ-দর্শনার বিয়ে আসর। গোলাপে সাজানো গাড়িতে বিয়ের আসরে আসেন সৌরভ। অভিনেতা পরেছিলেন সাদা পাঞ্জাবি ও ধুতি। দর্শনা পরেছিলেন লাল বেনারসি আর সাথে সোনার গহনা। 

বিয়ের পিঁড়িতে বসলেন দর্শনা ও সৌরভ

দর্শনা ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে। অল্প সময়ের মধ্যেই টালিগঞ্জ, বলিউড ও তেলুগু ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি বেশ পরিচিত মুখ। এই বাংলায় দুটি ছবি ও একটি মিউজিক ভিডিওতে অভিনয় করার পাশাপাশি দর্শনা মডেল হয়েছেন বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে।


২০২১ সালে দর্শনা বণিক শাকিব খানের বিপরীতে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। এরপর সিয়াম আহমেদ ও রোশানের সঙ্গে কাজ করেছেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়।

Main Ad

এমএইচইউ/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>