সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

আগামী বিশ্বকাপের দরজা খোলা রাখলেন মেসি

 


স্পোর্টস ডেস্ক, তিতাস টাইমস টুয়েন্টিফোর: বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসি ঘোষণা দিয়েছিলেন, বিশ্বমঞ্চে আর কখনও খেলবেন না তিনি। তবে ট্রফি জিতার পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে কিছুদিন খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বর্তামানে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছেন এবং জাদু দেখাচ্ছেন। আগামী ২০২৪ কোপা আমেরিকাতেও খেলার কথা ইতিমধ্যে নিশ্চিত করেছেন তিনি। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক।


আর্জেন্টিনার স্টার প্লাসের সঙ্গে সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি না। আমি এখনি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারছিনা যে ওখানে থাকবো না, কারণ যেকোনো কিছুই হতে পারে। যদিও আমার বয়স বিবেচনা করলে সেই ক্ষেত্রে হয়তো না খেলার সম্ভাবনাটাই বেশী, তারপরও দেখা যাক কী হয়।’


আটবারের ব্যালন ডি’অর জয়ীর মনোযোগ আগামী জুনের কোপা আমেরিকার দিকে। ট্রফি ধরে রাখতে যুক্তরাষ্ট্রে লড়বেন তিনি। তবে টানা ষষ্ঠ বিশ্বকাপে খেলা কঠিন স্বীকার করলেন মেসি, ‘হয়তো আমরা কোপা আমেরিকায় ভালো করবো, আমাদের সাফল্য অব্যাহত থাকবে। না-ও হতে পারে, বাস্তবসম্মতভাবে এটা খুব কঠিন।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>