সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

আমি দেশে আছি, পালাইনি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নিউজ ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ‘র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিদেশে যাওয়ার বিষয়টিকে গুজব বলে দাবী করেছেন।


রোববার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের এই কথা জানান।

আমি দেশে আছি, পালাইনি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
দেশ ছেড়ে পালাইনি, পালাবো না: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী · ছবি: তিতাস টাইমস২৪

উক্ত প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি আমার উপস্থিতিটা বোঝাতে চেষ্টা করেছিলাম যে আমি বাংলাদেশেই আছি। এমনকি এখন আমার বাইরে থাকার কথাই ছিল। আজ দেশে ফেরার কথা ছিল। কিন্তু গতকাল যদি চলে যাই, তাহলে আজ ফিরব কীভাবে আমি জানি না।’


তিনি বলেন, ‘মোদ্দাকথা হলো, আমি দেশে আছি, আমি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছে, ভুয়া একটা কাগজ ছড়িয়ে পড়েছে। এটা আমিও পেয়েছি। আমার এক আত্মীয় আমাকে পাঠিয়েছেন। এটা একটু ক্লিয়ার করা দরকার ছিল। আমি তো দেশেই আছি। আমি গতকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম। সেখান থেকে গতকাল ঢাকায় ফিরেছি। আজ যথারীতি অফিস করছি। এটাই আপনাদের জানালাম যে, আমি দেশে আছি, আমি পালাইনি।’


মন্ত্রী আরো বলেন, ‘পালানোর কোনো প্রশ্নও নেই। যদিও আমার চেকআপ করাটা খুব জরুরী ছিল। ২০১৯ সালে আমার বাইপাস হয়েছে। আমার চেকআপের জন্য যাওয়ার কথা ছিল, আমি বলছি আমি দেশের এই পরিস্থিতিতে যাবনা।’


প্রসঙ্গক্রমে গণপূর্তমন্ত্রী আরো বলেন, ‘অতীতেও আমি দেশ থেকে পালিয়ে যাইনি। আমি দেশের ভেতরেই থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামীতে আমি দেশেই থাকবো। দেশে থেকেই রাজনৈতিকভাবে আমার যা করণীয় আমি করবো। যেহেতু অস্থির একটা রাজনৈতিক সময় যাচ্ছে সেজন্য আমি এ কথাটা বললাম।’


পরিস্থিতি কীভাবে স্বাভাবিক হবে জানতে চাইলে ‘র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী’ বলেন, ‘দলের পক্ষ থেকে মানুষকে সঙ্গে রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমি জেলা পর্যায়ের নেতা হিসেবে বলছি। শিক্ষার্থীরা তাদের ইস্যুতে নেই। তারা এখন রাজনৈতিক ইস্যু নিয়ে নেমেছে। অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধুর সময় হয়েছে। সেটা একটা প্রেক্ষাপট ছিল তিনি সকলকে বলেছেন খাজনা দেবেন না। কিন্তু শিক্ষার্থীদের সেই অথরিটি নেই। লিগ্যাল বা নৈতিক অথরিটি কোনোটাই নেই। তাদের এ ডাকে জাতি হিসেবে মানুষ কীভাবে সাড়া দেবে সেটা ভাবার বিষয়।’


সরকার তথা আওয়ামী লীগ কোনো চাপে আছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘সরকারের বিষয়ে আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো না। আওয়ামী লীগ এই ধরনের অবস্থা বহুবার মোকাবিলা করেছে। রাজনীতিই তো চাপ। পুরো রাজনীতিই চাপের মধ্যে। এর মধ্যে থেকেই কাজ করতে হবে। আমরা যেমন চাপের মধ্যে আছি, অন্যেরাও চাপের মধ্যে আছে।


আওয়ামী লীগ দলগতভাবে কি বিশৃঙ্খলার মধ্যে পড়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে সব সময় টার্গেট করা হয়। এর আগেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার জানামতে এমন কোনো নির্দেশনা নাই, সব জায়গায় একই ধরনের নির্দেশনা যায়। আমাদের পাল্টা আক্রমণের কোনো নির্দেশনা নেই। আমরা সেদিকে যাব না। আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক পরিস্থিতিকে রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করব।’


দেশে কী এই মুহূর্তে শান্তিপূর্ণ অবস্থান আছে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে পুরোপুরি শান্তিপূর্ণ অবস্থানে আছে সেটা বলবো না। সেটা পুরোপুরি নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আমার মনে হয় না খুব একটা কার্যকর হবে। কারণ, আওয়ামী লীগ জনগণকে মোবিলাইজ করছে। আশা করছি কাল থেকে দেশের পরিস্থিতি উন্নত হবে। আমরা মোবিলাইজড করছি, আরও ব্যাপক জনগণ সমাগমের ব্যবস্থা করবো। আমাদের পক্ষেও তো জনগণ আছে।’


সরকার কি একটু দেরিতে কাজ করছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা তো সব কিছু শান্তিপূর্ণভাবে সমাধান হবে এটাই মনে করেছিলাম। আমরা ধারণা করেছিলাম ছাত্রদের আন্দোলন ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। সেটা যে এ অবস্থায় যাবে সেটা অনুমান করতে পারিনি।’

Main Ad

এএইচএম/ডেস্ক রিপোর্ট/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>