নিউজ ডেস্ক : সম্প্রতি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন ও শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে আন্দোলন সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
![]() |
শিক্ষক ও কোটাবিরোধী আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার: সেতুমন্ত্রী |
রোববার (৭ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সময়মতো সমাধান হয়ে যাবে, আমি বিশ্বাস করি। কোটা ইস্যুতে তারা যে আন্দোলন করছে, সেটা তো সরকারের সিদ্ধান্ত ছিল, আদালত ভিন্ন রায় দিয়েছে। আদালতের ব্যাপারটা আপিল বিভাগে আছে। বিচারাধীন বিষয় নিয়ে তো আমার কথা বলা উচিত নয়। এটা এখন আদালতের এখতিয়ার।’
![]() |
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাবি শিক্ষার্থীরা |
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা যে বিষয়ে আন্দোলন করছে, সে সিদ্ধান্ত সরকারেরই ছিল চলমান। আমরা তো এ সিদ্ধান্ত দেইনি, দিয়েছেন আদালত। তারপরও আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
এছাড়া অন্য এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। সময়মতো সমাধান হবে।
![]() |
কোটা বাতিলের দাবিতে ৬ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা |
উল্লেখ্য, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষার্থীদের কোটাবিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলনের ওপর ভর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এনিয়ে তিনি বলেন, ‘বিএনপি এখন পরজীবী আন্দোলন করছে। নিজেরা ব্যর্থ হয়ে অন্যের ওপর ভর করে শিকার করতে চায়। তাদের এই স্বপ্ন, দিবাস্বপ্ন হয়ে যাবে।’
এসএন রনি/নিউজ ডেস্ক/তিতাস টাইমস২৪
0 মন্তব্যসমূহ