সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ক্রিকেট চালায় ভারত, ভারতের বিরুদ্ধে কে কথা বলবে? : ক্রিস গেইল

নিউজ ডেস্ক : ক্রিকেটে ভারতের আধিপত্য নিয়ে সমালোচনার শেষ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব-প্রতিপত্তির বিষয়টি এখন ওপেন সিক্রেট। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও যেন ভারতকে সমীহ করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিরপেক্ষ হলেও বেশ কিছু সময় ভারতের প্রতি যে তারা আলাদা সুবিধা দেয়, তা বলার অপেক্ষা রাখে না। বড় টুর্নামেন্টে তারা সবার চোখের সামনেই ভারতকে বাড়তি সুবিধা দিয়ে থাকে। আন্তর্জাতিক ক্রিকেটের মেগা কোনো ইভেন্ট হোক কিংবা কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ, ভারতকে বাড়তি সুবিধা দিতে হবে। এমনটাই যেন অবধারিত।


এবারের বিশ্বকাপেই যেমন শ্রীলঙ্কার মতো দলকে যেখানে গ্রুপপর্বে চারটি ম্যাচ খেলতে হয়েছে ভিন্ন ভিন্ন ভেন্যুতে, বাংলাদেশকে করতে হয়েছে সবচেয়ে বেশি পথ ভ্রমণ; সেখানে ভারতের ছিল একই ভেন্যুতে তিন ম্যাচ, হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্বও ছিল কম।

ক্রিকেট চালায় ভারত, ভারতের বিরুদ্ধে কে কথা বলবে?

এরমধ্যে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ভারত কোন ভেন্যুতে খেলবে, সেটিও আগে থেকে ঠিক করা। সুপার এইটে প্রথম বা দ্বিতীয় দল যাই হোক, ভারতের জন্য সেমিতে গায়ানার উইকেট প্রস্তুত থাকবে, সেটি জানা ছিল আগেই।


আর প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হলেও ভারতের ম্যাচে তা রাখা হয়নি। বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ভারত পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে উঠে যাবে।


এবার ক্রিকেটে ভারতের আধিপত্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। আইপিএল থেকে শুরু করে ভারতকে দেওয়া আইসিসি’র বাড়তি সুবিধায় কীভাবে ক্রিকেট ক্ষতিগ্রস্থ হচ্ছে, সেসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন ‘ডাফানিউজ স্প্রিরিট অব ক্রিকেট পডকাস্টে’। 

ভারতের বিরুদ্ধে কে কথা বলবে? : ক্রিস গেইল

‘ক্রিকেটে ভারতের উপর কেউ কথা বলতে পারে না। ক্রিকেট ভারতই চালায়। তাদের চ্যালেঞ্জ করার কে আছে?’ - কথাগুলো বলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। ইউনিভার্স বস ভারতের বিষোদগার করে কথাগুলো বলেছেন বলে মনে হলেও মূলত ভারত ও আইপিএলের জয়জয়কারের কথা তুলে ধরতেই তার এমন মন্তব্য।


গেইল মূলত কথা বলেছেন আইপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন প্রসঙ্গে। তিনি মনে করেন, বিশ্বকাপের মতো আইপিএলের সময়টাতেও সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রাখা উচিৎ। সর্বশেষ আইপিএল চলাকালে ইংলিশ ক্রিকেটাররা হুট করে ভারত ছেড়ে যান আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। খেলা ছিল বাংলাদেশেরও, যার কারণে ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও মুস্তাফিজুর রহমান দেশে ফেরত আসেন, তার অভাব হাড়ে হাড়ে টের পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা অবশ্য তাদের আইপিএলের ক্রিকেটারদের ছাড়াই আন্তর্জাতিক সিরিজ খেলেছে।


আইপিএলের যখন এতই দাপট, তাই এই টুর্নামেন্ট চলার সময় আন্তর্জাতিক ক্রিকেট রাখার কোনো অর্থ দেখেন না গেইল। এই প্রসঙ্গে ক্যারিবীয় এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ‘দেখুন, অনেক খেলোয়াড় এখন অবসর নিয়ে আইপিএলে খেলতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট শেষ হয়ে যাবে, যদি সত্যকে সত্য বলতে না পারেন। বিষয়গুলো সমন্বয় করা উচিত, যাতে সবাই খুশি থাকে। এখন তো এটা একতরফা। এখানে কোনো ন্যায় নেই। বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না। আইপিএলের সময়ও একই হওয়া উচিত। আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হলে ওই সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখতে হবে। তা না হলে এতে একটি দলই লাভবান হচ্ছে, সেটি হলো ভারত। এটি অনুচিত। এটা কোনো সিস্টেম হতে পারে না’- বলে ক্ষোভ উগড়ে দিলেন গেইল।’


জেমি আল্টারের সঙ্গে আলাপচারিতায় গেইল আরো বলেন, ‘কেউ ভারতকে নিয়ে কথা বলতে পারবে না। কারণ ক্রিকেটটা ভারতই চালায়। আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে, এটা সত্য। কে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে? ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ আছে? কেউ না।’

ক্রিকেট চালায় ভারত, ভারতের বিরুদ্ধে কে কথা বলবে? : ক্রিস গেইল

এদিকে বিশ্ব ক্রিকেটে আইপিএলের প্রভাব এবং সেটার কারণে কীভাবে শুধু ভারতই লাভবান হচ্ছে, তা নিয়েও মুখ খুলেছেন গেইল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের কোনো খেলোয়াড় সিপিএল বা বিপিএলের মতো অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে না। অবসরের আগে ভারতের খেলোয়াড়রা সেটা করতে পারবে না। কিন্তু বিশ্বের বড় বড় তারকারা ঠিকই আইপিএলে খেলে। এই দুটোকে এক করুন, উত্তর পেয়ে যাবেন।’


‘এটা সর্বদা উইন-উইন সিচুয়েশন (ভারতের জন্য)। তারা ভারতে খেলাটির পূজা করে। টিভি স্বত্ব, সবকিছুই নির্ভর করছে ভারতের ওপর। জায়গাটা ভারত। কোদালকে কোদাল বলতে হবে। (প্রভাব-প্রতিপত্তির) জায়গাটা ভারতই।’

Main Ad

এমএকে/স্পোর্টস ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>