সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্রাহ্মণবাড়িয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে জরিমানা

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর দুইটার আগে মাইকিং করার অপরাধে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (১ জুন) দুপুরের দিকে বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘মোহাম্মদ মোজাহেরুল’ হক এই জরিমানা করেন।

বিজয়নগরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে জরিমানা

জরিমানাপ্রাপ্তরা চেয়ারম্যান প্রার্থী ‘নাছিমা মুকাই আলী’ (ঘোড়া প্রতীক) ও চেয়ারম্যান প্রার্থী ‘আল জাবের’ (আনারস প্রতীক) এর সমর্থক।


এই প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘মোহাম্মদ মোজাহেরুল হক’ বলেন, আচরণবিধি ভঙ্গ করে পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর ২টার আগে মাইকিং করার দায়ে ওই দুই প্রার্থীর সমর্থকদের জরিমানা করা হয়েছে।


এছাড়া এসময় উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Main Ad

এনআর/বিজয়নগর/উপজেলা প্রতিনিধি/ব্রাহ্মণবাড়িয়া/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>