নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিচ্ছিন্ন হওয়া দুই পরিবেশক কোম্পানির আওতাধীন প্রায় ৯৩ শতাংশ গ্রাহকের সংযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এদের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৯৩ শতাংশ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ৮৭ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছেন।
এই প্রসঙ্গে মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৯ মে) সন্ধ্যা পর্যন্ত মোট তিন কোটি সাত লাখের মধ্যে দুই কোটি ৮৬ লাখ গ্রাহকের সংযোগ চালু হয়েছে।
তাদের দেয়া তথ্য অনুসারে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) তিন কোটি তিন লাখ গ্রাহক এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সাড়ে চার লাখ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পল্লী বিদ্যুতায়নের দুই কোটি ৮২ লাখ এবং ওয়েস্ট জোন পাওয়ারের তিন কোটি ৯০ হাজার গ্রাহক সংযোগ ফিরে পেয়েছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, সোমবার রিমাল আঘাত হানার পর বিদ্যুৎ উৎপাদন চার হাজার মেগাওয়াটের নিচে নেমে যায়। বর্তমানে তা বেড়ে ১৩ হাজার ৫০০ মেগাওয়াট হয়েছে।
এদিকে আজ রাতের মধ্যে ৯৫ শতাংশ গ্রাহকের সংযোগ স্বাভাবিক হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
এসএনআর/ডেস্ক রিপোর্ট/তিতাস টাইমস২৪
0 মন্তব্যসমূহ