বিনোদন ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। গেলো বছর থেকেই কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোনায় ছিলেন এই আভিনেত্রী। বছরের শুরু থেকেই কোন না কোন ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করলেও ব্যক্তি জীবনে খুব বেশী একটা ভালো নেই আলোচিত এই অভিনেত্রী।
সম্প্রতি তারই অঙ্গনের একজন অপরাধীর কথা শেয়ার করতে চান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তানজিন তিশা।
অতঃপর তিশার সেই পোস্টটি নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন তিনি পোস্টটি সরিয়ে নেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মধ্যরাতে হঠাৎ ইংরেজিতে যে পোস্ট দিয়েছিলেন তিশা। তার বাংলা অর্থ দাঁড়ায়, ❝আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি। আমার সেই সাহস এবং প্রমাণ আছে। মনে রেখো, তোমার খারাপ কাজগুলো সবার সামনে না এনে তোমাকে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।❞ তবে বুধবার সকাল থেকে তানজিন তিশার সেই পোস্টটি দেখা যাচ্ছে না।
হঠাৎ কাকে উদ্দেশ্য করে তিশা এমন ফেসবুক পোস্ট দিলেন ভক্তরা যখন সেটি ভাবছেন ঠিক সেই মুহূর্তে ফেসবুক পোস্টটি মুছে দেন তিশা। এরপরই নেটপাড়ায় তুমুল আলোচনা চলছে অভিনেত্রীকে নিয়ে।
এনিয়ে নেটিজেনদের মন্তব্য, সহ অভিনেতা ও প্রেমিক মুশফিক আর ফারহানকে উদ্দেশ্য করেই অভিনেত্রী এমন মন্তব্য করেছেন। কয়েক মাস আগে এ অভিনেতার জন্যই অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে মধ্যরাতে ভর্তি হয়েছিলেন তিশা। বেছে নিয়েছিলেন আত্মহননের চেষ্টা। যদিও সে বিষয়ে অভিনেতা মুশফিকের নাম প্রকাশ করেননি অভিনেত্রী। তবে সেসব অপরাধের কথা মনে করিয়ে দিতেই অপরাধী মুশফিককে উদ্দেশ্য করে তিশার পোস্টটি ছিল। এমনও অংক মিলিয়েছেন অনেক ভক্ত।
এই প্রসঙ্গে বিস্তারিত জানতে মুঠোফোনে অভিনেত্রী তানজিন তিশা’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে তার সাম্প্রতিক ফেসবুক পোস্টের লোকেশন অনুসারে বলা যায়, এই মুহূর্তে ঢাকায় নেই তিশা। দুবাই হয়ে কুয়ালালামপুরে অবস্থান করছেন তিনি।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে এসেছেন তানজিন তিশা। এরমধ্যে দেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি ছিল ওপেন সিক্রেট। তিশা যখন অভিনয়ে ব্যস্ত হতে শুরু করলেন, তখন হাবিব ওয়াহিদের সাথে চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন বলে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
এএইচএম/ডেস্ক রিপোর্ট/তিতাস টাইমস২৪







0 মন্তব্যসমূহ