বিনোদন ডেস্ক : টালিউডে একের পর এক তারকা-বিয়ের সাক্ষী হলেও ৪২ বছর বয়সে এখনো সাত পাকে বাঁধা পড়েননি আই লাভ ইউ’ সিনেমা খ্যাত টালিউড অভিনেত্রী পায়েল সরকার। বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে তার কারণ জানিয়েছেন তিনি।
এনিয়ে সঞ্চালক সৌরভ গাঙ্গুলিকে পায়েল বলেন, আমার নিজের জন্য যোগ্য সঙ্গী ছেড়েই দাও, বাবা-মায়ের জন্যও সঠিক ব্যক্তি খুঁজে পাচ্ছি না।
এই নিয়ে নায়িকার ভক্তদের প্রশ্ন, তবে কী বাবা-মায়ের পছন্দসই ব্যক্তি খুঁজে পাচ্ছেন না বলেই বিয়ের পিঁড়িতে বসছেন না পায়েল? এর উত্তরে স্থানীয় এক গণমাধ্যমকে পায়েল জানিয়েছেন, আগেই বলে রাখি, পুরো বিষয়টাই মজার ছলে বলেছি। কথাপ্রসঙ্গে এসেছে।
সিঙ্গেল থাকা নিয়ে পায়েলের যুক্তি হলো, সিঙ্গেল থাকলে জীবনটা নিজের সুবিধা মতো কাটানো যায়।
আর কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন কীনা? সে বিষয়ে মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী।
একই সঙ্গে পায়েল বিশ্বাস করেন, কোনো সঙ্গীর সঙ্গে থাকতে শুরু করলে তখন মানুষ উপলব্ধি করতে পারে একা থাকার সুবিধা বা অসুবিধা। পুরো বিষয়টি ব্যক্তির মানসিকতার উপর নির্ভর করে। অন্য দিকে, সম্পর্কে থাকলে তখন দায়িত্বটা দুইজনের মধ্যে ভাগ হয়ে যায়।
আগামী ১৮ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পায়েল অভিনীত ‘জামাই বদল’। সেখানেই স্বামী বদলের গল্প রয়েছে। পায়েলের চরিত্রের নাম প্রীতি। বয়ফ্রেন্ডকে ব্ল্যাকমেল করে সে। এই ছবিতে হিরণের সঙ্গে জুটি বেঁধেছেন পায়েল।
এএইচএম/বিনোদন/নিউজ ডেস্ক/তিতাস টাইমস২৪









0 মন্তব্যসমূহ