সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ঘন্টাখানেক ফেসবুক বন্ধ থাকায় মার্ক জাকারবার্গের কত ক্ষতি হলো?

নিউজ ডেস্ক : মেটা পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড ও মেসেঞ্জার গত মঙ্গলবার (৫ মার্চ) প্রায় ঘন্টাখানেক অচল ছিল। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে হঠাৎ ডাউন হয়ে গিয়েছিল মেটার প্ল্যাটফর্মগুলো।


বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড ও মেসেঞ্জার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হঠাৎ লগ-আউট হয়ে যায়। এতে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান এই ভেবে যে তাদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে সকল আশঙ্কা দূর করে রাত সাড়ে ১০টার দিকে ফের সচল হয় ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড ও মেসেঞ্জার।


তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে মার্ক জাকারবার্গের? মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে ক্ষতির পরিমাণ।

ঘন্টাখানেক ফেসবুক বন্ধ থাকায় মার্ক জাকারবার্গের কত ক্ষতি হলো?

নিউইয়র্কের ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভসের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, বিশ্বব্যাপী প্ল্যাটফর্মগুলি বন্ধ হওয়ার কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন। সার্ভার ত্রুটির কারণে ওই সময়ের মধ্যে মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গিয়েছিল। সাধারণত উক্ত কোম্পানি বিজ্ঞাপনের মাধ্যমে বেশিরভাগ আয় করে। যা ব্যবহারকারীদের দেখানো হয়। ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে প্ল্যাটফর্মগুলোর আয়ও কমে যায়।


মূলত, গত মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে একযোগে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায়। তারপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।


তবে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে ঠিক কতটা লোকসান হয়েছে, সে বিষয়টি সম্ভবত টেক জায়ান্ট মেটা প্রকাশ করবে না। তবে ড্যান আইভসে’র মতে, এটি কোম্পানির মোট রাজস্বের একটি নগণ্য পরিমাণ। তবে ১০০ মিলিয়ন এতোটাও নগণ্য নয়।


পরিমাণটি মেটার কাছে নগণ্য হতে পারে; যা ২০২৩ সালে প্রায় ১৩৪ বিলিয়ন ডলার ছিল। তবে, সমগ্র বিশ্বের জনসংখ্যার মাত্র ৩৮ শতাংশের মূল্য ১০০ মিলিয়ন ডলার।


মেটা ‘প্রযুক্তিগত সমস্যা’কে দায়ী করলেও, আসলে কী ঘটেছিল তা এখনও রহস্যের আড়ালে। ফেসবুকের অভ্যন্তরের একটি সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমগুলিও ডাউন ছিল, যার কারণে সমস্যা হতে পারে।


উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৪ অক্টোবর তারিখে ৬ ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সেসময় ছয় ঘণ্টার ওই বিভ্রাটে ৭০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিলেন জাকারবার্গ। আর বিশ্ব অর্থনীতি ১০০ কোটি ডলারের বেশি ক্ষতির মুখে পড়েছিল।

Main Ad

এএইচএম/নিউজ ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>