স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লংকানদের উড়িয়ে সিরিজে সমতা ফেরালো লাল-সবুজের প্রতিনিধিরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এবার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা ৫ উইকেটে ১৬৫ রানের বেশি করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এদিকে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন কামিন্দু মেন্ডিস। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৩৬ রান। ম্যাথুজ ৩২ ও শানাকা ২০ রানে অপরাজিত ছিলেন। মাঝে ১৪ বলে ২৮ রান করেন আসালাংকা। আগের ম্যাচে শেষ ৫ ওভারে বোলাররা দিয়েছিলেন ৭০ রান। আজ মাত্র ৪৩ রান। তাতেই ম্যাচ জয়ের লক্ষ্য নাগালে পেয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন, মেহেদী, মোস্তাফিজুর ও সৌম্য।
অন্যদিকে বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত ৫৩ ও তাওহীদ হৃদয় ১২ রানে অপরাজিত ছিলেন। দুজনে ৫৫ বলের জুটিতে যোগ করেন ৮৭ রান। এ ছাড়া লিটন ৩৬ ও সৌম্য ২৬ রান করেন। লঙ্কানদের হয়ে ২ উইকেট নেন মাথিশা পাথিরানা। শেষ বলে ছক্কা মেরে শান্ত’র করা হাফ সেঞ্চুরির মধ্যদিয়ে ১১ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে টাইগাররা। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হিসেবে পুরস্কার জিতেছেন নাজমুল হোসেন শান্ত।
উল্লেখ্য, সিরিজে সমতা ফিরে আসায় উক্ত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আগামী ৯ মার্চ সিলেটেই অনুষ্ঠিত হবে পরবর্তী ম্যাচটি।
শাকিলা ববি/ক্রিড়া প্রতিবেদক/সিলেট/তিতাস টাইমস২৪








0 মন্তব্যসমূহ