লাইফস্টাইল ডেস্ক : আবহাওয়া পরিবর্তনের কারণে হোক বা হঠাৎ আসা স্ট্রেস, মাইগ্রেনের ব্যথা যখন তখন হানা দিতে পারে। হাতের কাছে রাখা ঔষুধ বা নিয়মিত মেনে চলা নিয়ম ব্যথাকে কিছুটা কমাতে পারলেও তেমন আরাম আর মিলে কই?
মাইগ্রেনের এই ব্যথা যে কতটা অসহনীয় তা ভুক্তভোগীরা ভালো করেই জানেন। অধিকাংশের ক্ষেত্রে এই অসুখ এতটাই বাড়াবাড়ি আকার ধারণ করে যে, বিছানা থেকে ঘাড়-মাথা তোলার অবস্থাতেও থাকেন না রোগী।
তীব্র যন্ত্রণাদায়ক এই সমস্যাটি পুরোপুরি সমাধান করতে কার্যকর এমন কোনো ঔষুধ এখনো পর্যন্ত নেই। তাই হয়তো মাইগ্রেনের সমস্যায় ভুক্তভোগীদের অধিকাংশ চিকিৎসকেরা শুধুমাত্র তীব্র মাথা ব্যথা হলে তখন ব্যথানাশক ঔষুধ সেবনের পরামর্শ দেয়া ব্যাতিত আর তেমন কোনো ঔষুধ সাজেস্ট করেন না। কিন্তু অনেকেই একটা সময় নিয়মিত এসব ব্যথানাশক ঔষুধ সেবন করায় অভ্যস্ত হয়ে পড়ে, যদিও অধিকাংশ ক্ষেত্রে মাইগ্রেনের এই ব্যথা পুরোপুরি নিরাময় করাটা সম্ভব হয়ে উঠে না।
তবে এবার সুস্থ শারীরিক সম্পর্ক স্থাপন করাকে ভয়ানক এই মাইগ্রেন থেকে মুক্তির বিশেষ পথ বলে দাবী করেছেন ইউরোপীয়ান একদল বিজ্ঞানী।
এনিয়ে জার্মানির একদল গবেষক জানিয়েছেন, মাইগ্রেন অথবা অন্য যেকোনো কারণে মাথা ব্যথা হলে তা থেকে সহজে মুক্তি দিতে পারে আদর্শ যৌনসঙ্গম। বেশকিছু নিয়ম মেনে চলার পাশাপাশি নিয়মিত আদর্শ যৌনসঙ্গমের মাধ্যমে খুব সহজেই মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, ইতিমধ্যে বিভিন্ন গবেষণা থেকে যার একাধিক প্রমাণ মিলেছে।
এই প্রসঙ্গে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেয়া তথ্যমতে, গবেষকরা ৮০০ মাইগ্রেন ও ২০০ ক্লাস্টার হেডেক এর রোগীকে নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছিলেন। যেখানে দেখা যায় প্রায় ৬০ শতাংশ মাইগ্রেনের রোগী ও ৩৭ শতাংশ ক্লাস্টার হেডেক এর রোগীদের, আদর্শ যৌনসঙ্গমের মধ্যদিয়ে পরিপূর্ণ যৌনতৃপ্তি লাভের মাধ্যমে যন্ত্রণাদায়ক ব্যাথা থেকে মুক্তি পেতে দেখেছেন।
জার্মানির ইউনিভার্সিটি অব মুনস্টারের গবেষকরা আরো জানিয়েছেন, তাদের করা গবেষণায় স্পষ্টভাবে প্রমাণ মিলেছে যে, যৌন মিলনের মাধ্যমে যেকোনো ধরনের মাথা ব্যাথাই সহজে দূর করা সম্ভব। যার কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছেন যে, যৌন মিলনের মাধ্যমে পরিপূর্ণ যৌনতৃপ্তি পেলে সেসময় মানবদেহে অ্যান্ড্রোফিল নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে।
উল্লেখ্য, মাইগ্রেনের ব্যথা সারানোর নেপথ্যে যৌন সম্পর্ক কতটা কার্যকর, এই বিষয়ে ইতিপূর্বে নানাবিধ গবেষণা চলেছে বিশ্ব জুড়ে। আমেরিকান হেলথ্ সেন্টার ২০১৮ সালে যেকোনো বেদনানাশক ঔষুধ সেবনের বিকল্প হিসেবে যৌনসঙ্গমের কার্যকরী দিক প্রকাশ্যে এনেছিল।
এসআর/নিউজ ডেস্ক/লাইফস্টাইল/তিতাস টাইমস২৪







0 মন্তব্যসমূহ