সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

সাফ অনূর্ধ্ব-১৯: প্রতিবাদ করে বাংলাদেশের শিরোপা উদ্ধার, বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ সালের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ যা ঘটেছে তা ফুটবল ইতিহাসে এর আগে কখনও ঘটেনি। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।


সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। ম্যাচের শুরুতে ভারত ১-০ গোলে এগিয়ে গেলেও হাল ছাড়েনি বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ করতে মারিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একেবারে শেষমুহুর্তে নির্ধারিত অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে ম্যাচে সমতায় (১-১) ফিরে বাংলাদেশ। এতে করে ম্যাচ গড়ায় টাইবেকারে। 


একপর্যায়ে টাইব্রেকারে দুদলের মধ্যে ১১-১১ গোলে সমতা হলে তখন টসের মাধ্যমে ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ রেফারি। এরপর টসে বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ভারত। কিন্তু ম্যাচ রেফারির নেয়া এমন বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উক্ত প্রক্রিয়ায় নির্ধারিত ফলাফল মেনে নিতে দ্বীমত পোষণ করে বাংলাদেশ। এমনকি এই টসে অংশগ্রহণের সময় ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারণের জন্য টস করা হচ্ছে এমনকিছু তিনি জানতেননা বলেও অভিযোগ করেন বাংলাদেশ দলের অধিনায়ক। হতাশাগ্রস্ত বাংলাদেশ দল তখন মাঠেই অবস্থান করছিল। আর ভারত মেতে উঠেছিল শিরোপা উদযাপনে। 

অবশেষে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

একপর্যায়ে ম্যাচের ফলাফল স্থগিত করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। জানা যায়, আবারও মাঠে নামতে যাচ্ছে দুই দল। কারণ সাফের নিয়ম অনুসারে টস করে ম্যাচের রেজাল্ট ঘোষণা করার নিয়ম নেই। ফলে এনিয়ে বাংলাদেশ দল প্রতিবাদ করায় ম্যাচ রেফারি ডি সিলভা ক্ষমা চেয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় এবং আবারও টাইবেকারের সিদ্ধান্ত দেন। তবে এই সিদ্ধান্ত মানতে রাজি না হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যায় ভারতীয় দল।


এরপর রেফারি জানায় ৩০ মিনিটের মধ্যে ভারতকে মাঠে নামতে হবে। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত মেনে মাঠে না নামলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। অবশেষে এক ঘণ্টা অপেক্ষার পর ম্যাচের সিদ্ধান্ত ঘোষণা করে রেফারি। তবে নির্দিষ্ট কোনো দলকে নয়, উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ম্যাচ রেফারি ডি সিলভা।

সাফ অনূর্ধ্ব-১৯: প্রতিবাদ করে বাংলাদেশের শিরোপা উদ্ধার, অবশেষে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারত ১-০ গোলে এগিয়ে। ৯০ মিনিটের খেলা শেষ। ভারতের শিরোপা উদযাপনের অপেক্ষা। সেই মুহূর্তে সাগরিকা গোল করে বাংলাদেশকে ম্যাচে সমতায় ফিরান।

সাগরিকা গোল করে বাংলাদেশকে ম্যাচে সমতায় ফিরান

রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। ৩ মিনিটে আফিদা খন্দকারের থ্রো ইন থেকে বাংলাদেশের সাগরিকা বক্সের আগে জটলায় বলের নিয়ন্ত্রণ নেন৷ নিজ প্রচেষ্টায় বক্সে বল নিয়ে কোনাকুনি শটে গোল করেন সাগরিকা। যার গোলে বাংলাদেশ প্রথম পর্বের ম্যাচে ভারতকে হারিয়েছিল।

Main Ad

এএইচএম/নিউজ ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>