সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের ম্যাচ চলছে। যদিও আজ কোনো দলের খেলা নেই। তবে ম্যাচহীন দিনে অনুশীলনে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। অনুশীলনের সময় মাথায় বল লেগে মাথা ফেটে গিয়েছে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা পেসারের। ঘটনার পরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। 


এদিকে বিশেষ সূত্র জানিয়েছে, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে রবিবার (১৮ ফেব্রুয়ারি) অনুশীলন করছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল দশটায় অনুশীলন শুরু হয়। স্কিল অনুশীলনের সময় নেটে লিটনকে বল করছিলেন মুস্তাফিজ। একটি ডেলিভারি করা শেষে তিনি ফিরছিলেন বোলিং লাইন-আপের শেষ প্রান্তে। আরেকটি ডেলিভারি করতে যাওয়ার উদ্দেশ্যে ঠিক ব্যাটারের দিকে ঘোরার সময় পাশের নেটে থাকা ম্যাথু ফোর্ডের মারা একটি বল মুস্তাফিজের মাথার পেছনের দিকে এসে আঘাত করে। সাথে সাথে কাটার মাস্টার খ্যাত তারকা এই পেসার মাটিতে বসে পড়েন। বলের আঘাতে মাথা থেকে রক্ত ঝড়তে শুরু করে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। প্রাথমিক চিকিৎসা শেষে রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের এপলো ইম্পেরিয়াল হাসপাতালে। 

মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুস্তাফিজ

মূলত ঝুঁকি এড়ানোর জন্যই এই সতর্কতা অবলম্বন করেছে মেডিকেল বিভাগ। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ তা বোঝা যাবে পরীক্ষানিরীক্ষার পর।

মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

উল্লেখ্য, চলতি বিপিএলেও বেশ ভালো অবস্থানে আছে নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি ইতোমধ্যে ৯ ম্যাচের ৭টিতে জয় পেয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুইয়ে। যার ফলে লিটন দাসের নেতৃত্বাধীন কুমিল্লা প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে। তবে মোস্তাফিজের এই ইনজুরি নিঃসন্দেহে তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার জন্য বড় ধাক্কা। এখন পর্যন্ত দলটির জার্সিতে ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

Main Ad

এফএ/চট্টগ্রাম/স্পোর্টস ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>