সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

সাহসী লুকে অন্তর্জালে উত্তাপ ছড়ালেন রুনা খান

লাইফস্টাইল ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। যতই দিন যাচ্ছে বয়স যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। মাঝেমধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে। এবার ফের ভক্তদের চমকে দিলেন রুনা।

অভিনেত্রী রুনা খান

সম্প্রতি মেরুন কালারের খোলামেলা গাউনে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 

সাহসী লুকে অন্তর্জালে উত্তাপ ছড়ালেন রুনা খান

সোমবার (১২ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেন রুনা খান। ছবিগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নতুন ছবিতে অন্তর্জালে উত্তাপ ছড়ালেন রুনা খান

দেখে নেওয়া যাক, রুনা খানের প্রকাশিত ও অপ্রকাশিত বেশকিছু স্থিরচিত্র। 

Image 1 Image 2 Image 3 Image 4 Image 5 Image 6 Image 7 Image 8 Image 9 Image 10 Image 11 Image 12

রুনা খান এই ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।

রুনা খানের সৌজন্যে পাওয়া এসব ছবিগুলো তুলেছেন নাসির হোসেন।

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান

উল্লেখ্য, নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।

Main Ad

এএইচএম/নিউজ ডেস্ক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>