সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

স্যার নয় ভাই হতে চাই, কথায় নয় কাজে বিশ্বাসী: লায়ন ফিরোজুর রহমান ওলিও

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। শুরুতেই সেখানে উল্লেখ করা হয়, স্যার নয় ভাই হতে চাই, কথায় নয় কাজে বিশ্বাসী। গণমানুষের ভালোবাসাই জয়ের মূল উৎস।


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। ফিরোজুর রহমানের পক্ষে অ্যাড. শাহ পরান উক্ত ইশতেহার পড়েন।


এসময় লায়ন ফিরোজুর রহমান ওলিও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ইশতেহার ঘোষণার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূঁইয়া, ওয়ার্ড কাউন্সিলর মো. উমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।


ইশতেহারে আরও উল্লেখ করা হয়, জনগণের ভালোবাসায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গীকার। বড় নেতা বা শাসক, কিংবা স্যার হতে নয়, মানুষের অকৃত্রিম ভালোবাসায় ভাই হয়ে মানুষের পাশে থাকার, সুখ-দুখের সাথী হওয়ার দৃঢ় শপথে তিনি প্রার্থী হয়েছেন। 


ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে নানা পদক্ষেপের কথা উল্লেখ করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে জেলা সদর ও বিজয়নগর উপজেলাকে ঘিরে বিভিন্ন পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। 


Main Ad

এএস/জেলা প্রতিনিধি/ব্রাহ্মণবাড়িয়া/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>