বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মাহিয়া মাহির জামানত বাজেয়াপ্ত হয়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ আসনে দুই উপজেলায় ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন। জামানত ফিরে পেতে হলে মাহিকে ২৭ হাজার ৪৭৫টি ভোট পেতে হতো। তবে মাহি পেয়েছেন ৯ হাজার ৯টি ভোট। এই আসনের আরও ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। শুধু নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী জামানত ফেরত পাবেন। এই আসনে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক চৌধুরী। টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, জামানত ফেরত পেতে হলে মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীকে পেতে হবে। মাহিয়া মাহিসহ নয়জন প্রার্থীই এই পরিমাণ ভোট পাননি। তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।
এদিকে রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে নায়িকা মাহিয়া মাহি সাংবাদিকদের বলেছিলেন, ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।
তবে শেষ পর্যন্ত কথা রাখেননি মাহি। সোমবার (৮ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় তাকে কোনোরকম শোডাউন দিতে দেখা যায়নি।
এএইচ/তিতাস টাইমস২৪

.jpeg)




0 মন্তব্যসমূহ