সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

সুপ্রিম কোর্টের রায়, ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক হারালো পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক পাচ্ছে না। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট কর্তৃক এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়ে ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।


উল্লেখ্য, পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম 'ডন' এর তথ্যমতে, দুদিনের শুনানি শেষে গতকাল রাতে দেশটির সুপ্রিম কোর্টে তিন সদস্য (প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি) বিশিষ্ট বেঞ্চ পিটিআইকে ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক দেয়ার বিপক্ষে রায় দেয়।

সুপ্রিম কোর্টের রায়, ‘ব্যাট’ প্রতীক হারালো ইমরান খানের দল পিটিআই

এদিকে দুর্নীতির মামলায় সাজা হওয়ায় ইমরান খান এখনো কারাবন্দী। তাই বর্তমানে তার রাজনৈতিক দলের (পিটিআই) প্রধানের পদেও তিনি অযোগ্য। যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাধ্য হয়ে দলের অভ্যন্তরীণ নির্বাচনের মধ্যদিয়ে পিটিআই ইতিমধ্যে তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে। দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন গহর আলী খান। 


অন্যদিকে পিটিআই এর গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন না হওয়ার অভিযোগে ২০২৩ সালের ২২ ডিসেম্বর, দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করেছিল ইসিপি। পরবর্তীতে উক্ত বিষয়ে পিটিআই ও ইসিপির আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। গতকাল পিটিআইকে ‘ব্যাট’ প্রতীক না দেয়ার পক্ষে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেয়া চূড়ান্ত রায়ের মধ্যদিয়ে অবশেষে ইমরান খানের দলকে এবার ‘ক্রিকেট ব্যাট’ প্রতীক হারাতেই হচ্ছে। 

Main Ad

এফএ/নিউজ ডেস্ক/আন্তর্জাতিক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>