সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

জুয়ার সাইটের প্রচারণায় জড়ালেন জনপ্রিয় তিন নায়িকা

বিনোদন ডেস্ক : অনলাইনে জুয়ার বিভিন্ন ওয়েবসাইটের সাথে নিজেদের নাম জড়িয়েছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তিন নায়িকা জয়া আহসান, নুসরাত ফারিয়া ও অপু বিশ্বাস। বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাদের। 

জয়া আহসান, নুসরাত ফারিয়া ও অপু বিশ্বাস

বিশেষ করে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে দেখা গেলেও অপু বিশ্বাস হয়েছেন শুভেচ্ছাদূত। যদিও বর্তমানে এই প্রসঙ্গে তাদের দাবি, ভুল তথ্যে এসব জুয়ার অ্যাপের সাথে জড়িয়ে পড়েছেন। 

জুয়ার সাইটের প্রচারণায় জড়ালেন জনপ্রিয় তিন নায়িকা

গত বছর একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছিল জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো।


এই প্রসঙ্গে উক্ত তিন তারকার সাথে কথা বলার চেষ্টা করে কেবল নুসরাত ফারিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে জয়া আহসান ও অপু বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এই ব্যাপারে তাদের কোনো বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

জুয়ার ওয়েবসাইটের বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া

জুয়ার অ্যাপের বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, আমি যে বিজ্ঞাপনটিতে কাজ করেছি তা শুধুমাত্র ভারতেই প্রচার হয়েছে। বাংলাদেশে প্রচার হয়নি। যদিও বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি নুসরাত ফারিয়া তার অফিসিয়াল ইনস্টাগ্রামেও এসব বিজ্ঞাপনের প্রচারণা চালিয়েছেন। তবে তার কথামতো বাংলাদেশে প্রচারিত না হলেও, তা ভারতে বৈধ কিনা? জানতে চাইলে তিনি এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে না পেরে বলেন, বিষয়টি পুরোপুরি না জেনে তিনি এতে যুক্ত হয়েছেন। 


উল্লেখ্য, গত আগস্টে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদমাধ্যম, অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী ও সোশ্যাল মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জুয়ার ওপর বিজ্ঞাপন/প্রচারমূলক বিষয় দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই পরামর্শ মেনে চলা ব্যতীত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে পারে বলেও জানিয়েছে।

জুয়ার ওয়েবসাইটের বিজ্ঞাপনে জয়া আহসান

একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। 

জয়া আহসান জুয়ার সাইটের প্রচারণায়

অন্যদিকে, অপু বিশ্বাস শুভেচ্ছাদূত হয়েছেন ‘বাবু ৮৮’ নামের একটি বেটিং অ্যাপের। নতুন বছরের শুরুতেই এই নায়িকার একটি একটি ভিভিও শুভেচ্ছাবার্তা পোস্ট করেছে এই বেটিং সাইটটি। যেখানে অপু বিশ্বাসকে তাদের শুভেচ্ছাদূত হিসেবে দেখা গিয়েছে। 

জুয়ার ওয়েবসাইটের শুভেচ্ছাদূত অপু বিশ্বাস

উক্ত বিষয়ে কথা বলতে বুধবার (৯ জানুয়ারি) দুপুরে নায়িকা অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন, তাই কিছুক্ষণ পরে যোগাযোগ করতে অনুরোধ করেন এবং তখন এসব নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানান। কিন্তু অতঃপর সেদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় বেশ কয়েকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 


Main Ad

এএইচএম/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>