সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

নতুন বছরে আমার একজন লাইফ পার্টনার আসুক: শিরিন শিলা

বিনোদন ডেস্ক : সিনেমার বাইরে ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও গত বছরজুড়ে আলোচনায় ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০২৪ সালেই বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান এই নায়িকা।


অভিনেত্রী শিরিন শিলা বলেন, ‘নতুন বছরে আমি চাই, আমার একজন লাইফ পার্টনার আসুক। সবাই জানতে চায় আমি কেন বিয়ে করছিনা? এর কারণ আমি পছন্দের মানুষ খুঁজে পাচ্ছিনা। তবে আশা করছি, ২০২৪ সালে আমার পছন্দের মানুষ খুঁজে পেয়ে যাব। এরপরই বিয়ে করব।’ 

কোন জেলার ছেলে তার পছন্দ সেই বিষয়ে তিনি বলেন, ‘বরিশালে কখনও আমি বিয়ে করব না। আমার কেনো জানি এটা মাথার মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের বিয়ে করব না। কেন? তা আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে আমি সেখানে বিয়ে করব না।’


এদিকে প্রেম নিয়ে শিরিন শিলা বলেন, ‘বড় হওয়ার পর যে প্রেমগুলো করেছি, তখন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে, সেগুলো এখনও আছে। তার মধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, জুতা, ব্যাগ, ড্রেস এসব স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আমাকে যে জিনিসগুলো দিয়েছিল, এগুলো আমি কেন ফেলে দেব? একটা মানুষতো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক, সে জিনিসগুলোর মূল্যায়নের চেষ্টা করি।’

গত বছর এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল হলে আলোচনায় আসেন শিরিন শিলা। যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি তিনি। তবে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে তার ‘শেষ বাজি’ সিনেমাটি। 


Main Ad

এএইচএম/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>