সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

দীর্ঘ বিরতির পর বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। লাস্যময়ী হাসি এবং নিজের অভিনয় গুণে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। বিরতি কাটিয়ে ফের বড়পর্দায় ফিরছেন তিনি। শোনা যাচ্ছে, এবার আমির খানের প্রযোজনায় নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের প্রিয় ‘ডিম্পল গার্ল’। ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমেই নাকি পর্দায় ফিরতে যাচ্ছেন প্রীতি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

 

সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গিয়েছে প্রীতিকে। এসময় তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সেলোয়ার-কামিজ। ‘লাহোর ১৯৪৭’ ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন অভিনেত্রী।

বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

এর আগে ‘হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘ফর্জ’ সিনেমাতে সানির সাথে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা পাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর ২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই এবার তৈরী হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি।

দীর্ঘ বিরতির পর বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

উল্লেখ্য, নব্বই দশকের শেষ দিকে শাহরুখ খান অভিনীত ‘দিল সে..’ সিনেমায় কাজ করার মধ্যদিয়ে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিনতা। এরপর ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হার দিল যো প্যায়ার কারেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’, ‘বীর জারা’-র মতো ছবিতে কাজ করেছেন প্রীতি। জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, ও শাহরুখ খানের মতো তারকাদের সাথে। তবে গত দেড় দশকে সিনেমার পর্দা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন প্রীতি। এবার সেই বিরতির অবসান ঘটতে চলেছে। 

Main Ad

এমএইচইউ/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>