সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি রাজধানীর বাড্ডার সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ান মারা যাওয়ার ঘটনাটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করলে নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। এবার সেই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 


রবিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।


উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ বছরের শিশু আয়ানের মৃত্যুতে তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালকের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) নেতৃত্বে ১০ জানুয়ারি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করা হয়।


‘পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হয়। এরপর অত্র দপ্তরের অনলাইন ডাটাবেজ পর্যালোচনা এবং পরিদর্শনকালে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় যে, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড সিটি, সাতারকুল, বাড্ডা, ঢাকা নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের নিকট নিবন্ধন বা লাইসেন্স প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করে নাই। প্রতিষ্ঠানটি কোনো প্রকার আইনি নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছে, যা সরকারের প্রচলিত আইনের পরিপন্থি। এভাবে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স বিহীন কার্যক্রম পরিচালনা করায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়।’

শিশু আয়ানের মৃত্যু, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সুন্নতে খৎনা করাতে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু আয়ানকে। এসময় তাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে খৎনা করা হয়। পরবর্তীতে অপারেশন শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরও জ্ঞান ফিরে না এলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারী মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অতঃপর ৮ জানুয়ারী শিশু আয়ানকে রূপগঞ্জে দাফন করা হয়।

Main Ad

এমএ/বিশেষ প্রতিবেদক/ঢাকা/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>