সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

সারাদেশে ৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 


তিনি বলেন, এখনও চূড়ান্ত পার্সেন্টিজ হয়নি। তবে আমরা যে তথ্য পেয়েছি তাতে ৪০ শতাংশ ভোট পড়েছে। এন্ট্রি হয়েছে যতটুকু সেটি অনুযায়ী ৪০ শতাংশ। এটি বাড়তে পারে, আবার নাও বাড়তে পারে। 


সিইসি আরো বলেন, সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখেছি। পরে টিভির তথ্য থেকে মনে হয়েছে সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি। তারপরও যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেফতার করেছি, মামলা করেছি। শেষ মুহূর্তে দুজন নির্বাচনী কর্মকর্তা মারা গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের প্রতি সমবেদনা জানাই। তবে নির্বাচনী সহিংতায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কিছু কিছু অভিযোগ পেয়েছি, আগে থেকে ব্যালটে সিল মেরে রাখার ব্যাপারে। আমাদের মনিটরিং সেল সেটি পর্যবেক্ষণে রাখে এবং ক্রস চেক করে যখন দেখেছি ঠিক, তখন ব্যবস্থা নিয়েছি। শেষ মুহূর্তে একজনের প্রার্থীতা বাতিল করা হয়। 


নির্বাচনে একটি বড় দল নির্বাচন বর্জন করে ভোট থেকে সকলকে বিরত রাখতে চেষ্টা করে। সেজন্য ভোট কিছুটা কম পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যালটে সিল মেরেছে। আমরা কিছু ধরেছি, সেগুলোকে চূড়ান্ত গণনা থেকে বাদ দেওয়া হবে। কারণ সেগুলোর পেছনে সিল বা সাইন নেই। আজ (৭ জানুয়ারি) বিকেলে প্রেস ব্রিফিংকালে সিইসি এসব কথা বলেন। 


এসময় ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান, এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

Main Ad

এসএনআর/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>