সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ট্রাম্পকে ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ফের বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধর্ষণ ও মানহানির এক মামলায় বাদী কলামিস্ট ই জেন ক্যারলকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছে নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালত। এই অর্থের মধ্যে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আর বাকি ১৮ দশমিক ৩ মিলিয়ন ডলার সুনাম ক্ষুণ্ণের ক্ষতিপূরণ বাবদ।


শাস্তিমূলক ক্ষতির অর্থ হচ্ছে, ট্রাম্পের মন্তব্য বাদী ক্যারলের খ্যাতি এবং মানসিক সুস্থতার ক্ষতি করেছে। আর সুনাম ক্ষুণ্ণের জন্য যে জরিমানা করা হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে ট্রাম্প যাতে ক্যারলের বিরুদ্ধে আর কোনো মন্তব্য না করেন। নয় সদস্যের বিচারক প্যানেল (সাতজন পুরুষ ও দুইজন নারী) শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে এই রায় দেয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জেন ক্যারল।

জেন ক্যারল এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি নিপীড়িত অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চাওয়া প্রতিটি নারীর বিজয়, আর যারা নারীকে দমিয়ে রাখতে চায় তাদের জন্য বিশাল পরাজয়’। তিনি বলেছেন, ‘এই রায়ে প্রমাণিত হলো আমাদের দেশে আইন ধনী, খ্যাতিমান, এমনকি সাবেক প্রেসিডেন্টসহ সবার জন্য প্রযোজ্য।’ ট্রাম্প অবশ্য বরাবরই, এমনকি শুক্রবার সকাল পর্যন্তও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন। রায়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ নিন্দা জানিয়ে একটি পোস্টে লেখেন, আমাকে এবং রিপাবলিকান পার্টিকে লক্ষ্য করে বাইডেন নির্দেশিত এই ‘উইচ হান্টের’ বিরুদ্ধে আপিল করব।’ ১৯৯০ সালে ‘বার্গডর্ফ গুডম্যান’ নামের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে একটি ম্যাগাজিনের কলাম লেখক ক্যারলকে ডোনাল্ড ট্রাম্প ধর্ষণ করেছিলেন বলে গত বছর প্রমাণ পায় আদালত।

উল্লেখ্য, উক্ত মামলার রায়কে ‘সম্পূর্ণ হাস্যকর’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। এসময় তিনি আরো বলেন, তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো প্রেসিডেন্ট বাইডেন ঘনিষ্ঠদের সাজানো। 

তথ্যসূত্র: বিবিসি

Main Ad

এফএ/নিউজ ডেস্ক/আন্তর্জাতিক/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>