সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজধানীতে কোকেনসহ আফ্রিকান নাগরিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক: রাজধানীতে কোকেনসহ দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের এক নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৪ জানুয়ারী) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম জানা যায়নি।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই প্রসঙ্গে বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।


এদিকে বিশেষ সূত্রের দেয়া তথ্যমতে, গ্রেপ্তারের পর তল্লাশি করে উক্ত ব্যক্তির কাছ থেকে ৮ কেজির বেশী কোকেন পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া এই কোকেনের বাজারমূল্য আনুমানিক প্রায় ১০০ কোটি টাকা।


উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের জুন মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কো থেকে ঢাকায় আসা এক ভারতীয় নাগরিকের কাছ থেকে দেড় কেজি কোকেন জব্দ করতে সক্ষম হয়েছিলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

Main Ad

এমএইচইউ/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>