জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে জাল ভোট প্রদানের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় দুই তরুণ যুবককে দুই বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিশেষ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদার পাড়া এলাকায় অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস সংলগ্ন ভোটকেন্দ্রে (অন্নদা স্কুল) আজ সকাল থেকেই বেশ শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই ভোটগ্রহণ চলছিলো। পাশাপাশি দায়িত্বরত প্রশাসনকে নিরেপক্ষ অবস্থান নিতে দেখে অধিকাংশ ভোটাররাই এবার অবাধ, সুষ্ঠু, এবং নিরেপক্ষ একটি নির্বাচন হতে যাচ্ছে বলে আশাবাদী।
রবিবার (৭ জানুয়ারি) সকাল থেকে অবাধ, সুষ্ঠ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন "অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়" ভোটকেন্দ্রে থেকে জাল ভোট প্রদানকারী হিসেবে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একপর্যায়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সার্বিক পর্যবেক্ষণ শেষে তাদেরকে জাল ভোট প্রদানকারী হিসেবে শনাক্ত করাটা সম্ভব হয়। অতঃপর এমন গুরুতর অপরাধ সংঘটিত করার দ্বায়ে দোষী সাব্যস্ত করে তৎক্ষনাৎ দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন।
এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাল ভোট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটককৃত দুজনকে দুবছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
উক্ত ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. শাকিকুল ইসলাম অনন্ত (১৮) ও একই এলাকার ইলিয়াস চৌধুরীর ছেলে মো. ইউসুফ (১৮)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তিতাস টাইমস টোয়েন্টিফোর কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুস সাত্তার/ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি/তিতাস টাইমস২৪





0 মন্তব্যসমূহ