সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়িতে হামলা

নিজিস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১ জানুয়ারি) রাত পৌনে ৮টায় বিজয়নগর উপজেলা চান্দুরা ইউনিয়নে উক্ত হামলার ঘটনা ঘটে।

সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন জানান, সোমবার রাতে বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে এক জনসভা করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও। জনসভা শেষে স্বতন্ত্র প্রার্থীকে গাড়ি বহর দিয়ে উপজেলার চান্দুরা মহাসড়ক থেকে বিদায় দেওয়া হয়। এ সময় চান্দুরা এলাকার ডাকবাংলো মোড়ে আক্তার হোসেনসহ তার লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগ চালায়। পরবর্তীতে রাত পৌনে ৮টায় সবাই গাড়িতে উঠলে তখন একদল দুর্বৃত্ত এসে গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়। এতে গাড়িতে থাকা ৩ জন আহত হয়েছেন।


তিনি আরও বলেন, গাড়িটি আমার আপন ছোট ভাই আজাদ হোসেনের। এই গাড়ি দিয়েই ফিরোজুর রহমানের গণসংযোগ চালাচ্ছিলাম। হামলার ঘটনায় মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ করব।


স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান বলেন, আমার সমর্থক সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন চান্দুরা এলাকায় আমার প্রচারণা চালাচ্ছিলেন। তখন তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি আমি পুলিশ সুপারকে মৌখিকভাবে জানিয়েছি। রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মাইক্রোবাসের পেছনের গ্লাস ভেঙে গেছে। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনো জানা যায়নি।


এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন বলেন, ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমানের সমর্থক আক্তার হোসেনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা করেছে তা সঠিকভাবে নিশ্চিত করা যায়নি। এই বিষয়ে তদন্ত চলছে। 

Main Ad

এএস/ব্রাহ্মণবাড়িয়া/জেলা প্রতিনিধি/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>