সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

কোটা খালি রেখেই শেষ হলো হজের নিবন্ধন

নিউজ ডেস্ক : দুই দফা সময় বাড়ানোর পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শেষ হলো হজের নিবন্ধন। তবে কোটার ৫৮ শতাংশই এখনো খালি রয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, সৌদি সরকার হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কারণে এবার বিভিন্ন দেশ থেকে কতজন হজে যাবে তা আগেভাগে জানাতে হবে। বিশ্বের অধিকাংশ দেশ ইতিমধ্যে তাদের হজযাত্রীর সংখ্যা জানিয়ে দিয়েছে। বাংলাদেশ এখনো তা জানাতে পারেনি। হজযাত্রীর সংখ্যা চূড়ান্ত না হওয়ায় বাংলাদেশের নামে মিনায় তাঁবু বরাদ্দ হয়নি। সংখ্যা জানাতে আরও দেরী করা হলে মিনায় অনেক দূরে তাঁবু নিতে হবে, যা হজযাত্রীদের ভোগান্তির কারণ হবে। তাই কোটার বড় অংশ খালি থাকায় পরবর্তী বছরগুলোতে কোটা পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও নিবন্ধনের সময় আর বাড়ানো সম্ভব হচ্ছেনা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। গত বছরের মতো এবারও বাংলাদেশ থেকে হজ করতে যেতে পারবেন এক লক্ষ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে এক লক্ষ ১৭ হাজার জন হজ করতে যেতে পারবেন। 

গত বছরের ১৫ নভেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। প্রথমে নিবন্ধনের সময় ছিল ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। হজযাত্রীদের সাড়া না পাওয়ায় সর্বশেষ নিবন্ধনের সময় বাড়িয়ে ১৮ জানুয়ারি করা হয়।

সর্বশেষ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাত ৮টায় হজ পোর্টালের তথ্য অনুসারে, মোট ৫৩ হাজার ১১৫ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮০২ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৩১৩ জন। এখন পর্যন্ত কোটার ৪২ শতাংশ হজযাত্রী নিবন্ধন করেছেন এবং ৭৪ হাজার ৮৩ জন নিবন্ধন করেননি। অর্থাৎ কোটার ৫৮ শতাংশ খালি রয়েছে।

এই বিষয়ে এজেন্সি মালিকরা জানিয়েছে, গত বছরের শেষ সময়টা নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতায় কেটেছে। বেশির ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। অন্যদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছিল, নিবন্ধন চলে এপ্রিল পর্যন্ত। তাই এবারের আগেভাগে নিবন্ধনের তথ্য অনেকে জানেনও না।

Main Ad


এসএনআর/ঢাকা/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>