নিজিস্ব প্রতিবেদক : এনিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। শপথ পাঠ শেষে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যগণ ও উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীকে করতালি দিয়ে অভিনন্দন জানান। এর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যা পৌনে সাতটার দিকে বঙ্গভবনে পৌঁছেন প্রধানমন্ত্রী। এদিন বিকেল থেকেই মন্ত্রিসভার সদস্যরা দরবার হলে উপস্থিত হতে শুরু করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান তিনি। এসময় নবনির্বাচিত সংসদ সদস্যরা সহ বিভিন্ন দূতাবাসের সদস্যরাও উপস্থিত ছিলেন। উক্ত শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এর আগে বুধবার (১০ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন। এসময় জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, উপনেতা নির্বাচিত হন মতিয়া চৌধুরী। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অতঃপর নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।
• আরো পড়ুন: মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২২টিতে জয়ী হওয়ার মধ্যদিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে আওয়ামী লীগ। অন্যদিকে জাতীয় পার্টি ১১টি, এবং স্বতন্ত্ররা ৬২টি আসনে জয়লাভ করেন। এছাড়া ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।
এমএ/তিতাস টাইমস২৪

.jpeg)




0 মন্তব্যসমূহ