স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলে খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় সানজিদা আক্তার। বিষয়টি ইতিমধ্যে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
সোমবার (১৫ জানুয়ারি) নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘ফেব্রুয়ারী থেকে লীগ শুরু হওয়ার কথা থাকলেও সম্ভবত আমরা সেসময়ে লীগ আয়োজন করতে পারবনা। আমাদের আরো দুই মাসের মতো সময় লাগতে পারে। যেহেতু একটা সুযোগ এসেছে, ওরা খেলে আসুক। খেলায় থাকাটাই ওদের জন্য ভালো। তাই আমি এই সুযোগটি হাতছাড়া হতে দিইনি। সাবিনা চলে গিয়েছে, সানজিদাও কয়েকদিনের মধ্যে যাবে।’
বাংলাদেশের নারী ফুটবলারদের মধ্যে বিদেশী লীগে খেলা প্রথম ফুটবলার সাবিনা খাতুন। দেশের বাহিরে প্রথমবারের মতো তিনি খেলতে গিয়েছিলেন মালদ্বীপে। এরপর একাধিকবার মালদ্বীপে খেলতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে তার। ২০১৮ সালে ভারতের সেথু এফসির হয়ে বেশ দারুণ খেলেছিলেন তিনি।
ইতিহাসে নব্বইয়ের দশকে কলকাতার ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্না। এরপর তার মতো ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিলেন শেখ মোহাম্মদ আসলাম, গোলাম গাউস, ও রিজভী করিম রুমির মতো ফুটবলাররা। এবার সেই ঐতিহ্যবাহী ক্লাবের (নারী দল) হয়ে খেলার অপেক্ষায় আছেন সানজিদা আক্তার। ইস্ট বেঙ্গলে খেলতে গেলে এই প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হবে সানজিদার।
উল্লেখ্য, সানজিদা আক্তার বাংলাদেশের একজন নারী ফুটবলার, যিনি ২০০১ সালের ২০ মার্চ ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে ২২ বছর বয়সী ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই নারী ফুটবলার বাংলাদেশের শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস এর নারী দল ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। ইতিপূর্বে এটাকিং মিডফিল্ডার, রাইট উইংগার, ও রাইট উইংব্যাক হিসেবে খেলতে দেখা গিয়েছে তাকে।
২০২২ সালে (সাফ চ্যাম্পিয়ন) বাংলাদেশ নারী ফুটবল দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করার মধ্যদিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।
এছাড়া বাংলাদেশ নারী দলের 'পোস্টার গার্ল' হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছেন সানজিদা।
সম্প্রতি একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন কিকস্টার্ট এফসি'র হয়ে খেলতে গতকাল দুপুরেই ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন এবং ইস্টবেঙ্গলের হয়ে ভারতে খেলতে যেতে সানজিদা আক্তার এরইমধ্যে ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন। উক্ত দুই নারী ফুটবলারেরই নিজ নিজ ক্লাবের সাথে আগামী মার্চ মাস পর্যন্ত চুক্তি হয়েছে।
এদিকে ভারতীয় নারী ফুটবল লীগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ৪ ম্যাচের ১টিতে জয়লাভ করে ৩ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে তারা। আর ৪ ম্যাচের সবকয়টিতে জয় ছিনিয়ে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উড়িষ্যা এফসি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সাবিনার ক্লাব কিকস্টার্ট এফসি।
এএইচ/ক্রিড়া প্রতিবেদক/ঢাকা/তিতাস টাইমস২৪










0 মন্তব্যসমূহ