সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

‘সিআইডি’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ফ্রেডি’ মারা গেছেন

বিনোদন ডেস্ক, তিতাস টাইমস টুয়েন্টিফোর: বিনোদন জগতে আবারো এক গভীর শোকের ছায়া নেমে এলো। এমন একজন তারকার মৃত্যু হয়েছে, যার মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। মৃত্যু হল এমন জনপ্রিয় এক অভিনেতার যা গোটা বিনোদন জগতকে এক প্রকার নাড়িয়ে দিয়েছে।


ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করা অভিনেতা দিনেশ ফাদনিস মারা গেছেন। মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৫৭ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।


ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনেতা দয়ানন্দ দিনেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দয়ানন্দ বলেন, দিনেশ রাত ১২টা ৮ মিনিটে মারা গেছে। তার একাধিক জটিলতা দেখা গিয়েছিল। ভেন্টিলেটর থেকে বেরও করা হয়েছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>