বিশেষ প্রতিবেদক : চট্টগ্রামে মাকে পেটানোর পরে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে। গত শুক্রবার (১ ডিসেম্বর) আনুমানিক সকাল ১০টার দিকে উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৫০)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সরাইয়া বলিরজুম পাড়ার মৃত আলতাফ মিয়ার ছেলে।
এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, নিহতের মেয়ে হুমায়রা ভীষণ বেপরোয়া প্রকৃতির। কিছুদিন আগে তাকে বিয়ে দেওয়া হলেও তিনি শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে ফিরে আসেন। সবসময় বাবা-মায়ের সাথে তিনি অযথা ঝগড়াঝাটি করতেন।
শুক্রবার সকালে গরুকে ভুসি খাওয়ানো নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয় এবং এর জের ধরে তীব্র রাগান্বিত অবস্থায় নিজের মাকে মারধর করেন তিনি। এসময় তার বাবা আবদুর রহমান ঘরে ছিলেননা। পরবর্তীতে ঘরে ফিরে এসে যখন মেয়ের কাছে নিজের মাকে মারধরের বিষয়ে জানতে চাইলেন তিনি, ঠিক তখনি মেয়ে হুমায়রা তার বাবার উপর ভীষণরকম ক্ষুব্ধ হয়ে গিয়ে হাতে দা তুলে নেয় এবং তীব্রভাবে তাকে ধাওয়া করতে শুরু করে। ঘটনা প্রবাহের একপর্যায়ে মেয়ে হুমায়রা নিজের বাবা আবদুর রহমানকে হাতের নাগালের মাঝে পেয়ে গেলে তৎক্ষনাৎ তার হাতে এবং ঘাড়ে কোপ বসিয়ে দেন। অতঃপর স্থানীয়রা হুমায়রার বাবা আবদুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে TitasTimes24 কে বলেন, নিজের মেয়ের দেয়া দায়ের কোপের আঘাতে আবদুর রহমান নামের এক ব্যক্তি মারা গিয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে সেই ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য নিহত ব্যাক্তির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত নিহতের মেয়ে আসামী হুমাইরা বেগমকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।




0 মন্তব্যসমূহ