সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

প্রার্থীতা ফিরে পেলেন লায়ন ফিরোজুর রহমান ওলিও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। এতে তার কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস বইছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিলের শুনানিতে বুধবার তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। তার প্রার্থিতা ফিরে পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নির্বাচনের ফলাফলের মেরুকরণ নতুন ধারায় মোড় নিতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

ফিরোজুর রহমানের ছেলে শেখ ওমর ফারুক বলেন, আমার বাবার বিরুদ্ধে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বিভিন্ন ধরনের চক্রান্ত করেছে। আমি এসব বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় লিখিত অভিযোগ করেছি। তারাও তদন্তে প্রমাণ পেয়েছেন, তাই ডিসি শাহগীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। আমার বাবা একজন ভালো মানুষ। ইনশাআল্লাহ সবার সমর্থন নিয়ে জয়লাভ করবেন বলে আশা করি।

প্রার্থীতা ফিরে পেয়ে লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, আমি এমপি প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই আমার প্রতিপক্ষ প্রার্থী ও তার লোকজন নানানভাবে ক্ষতি করার জন্য চেষ্টা করেছেন। আমার প্রার্থিতাও বাতিল করেছিল। আজকে আমি নির্বাচন কমিশনের আপিলে আমার প্রার্থিতা ফিরে পেয়েছি। আশা করি ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে জয়লাভ করব ইনশাআল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর নিয়ে গঠিত) ফিরোজুর রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে গত ৩০ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। তবে গত ৩ ডিসেম্বর তার সমর্থনে ১ শতাংশ ভোটারের প্রদত্ত তালিকা যাচাই-বাছাই করতে যেয়ে রিটার্নিং কর্মকর্তা ১ জন ভোটারের তথ্যে গড়মিল পেয়েছেন বলে মনোনয়ন বাতিল করেন। অতঃপর বায়েজিদ নামের সেই ভোটারকে গত ১ ডিসেম্বর স্থানীয় এমপির এপিএস ও তার সহযোগীরা বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখেছেন বলে অভিযোগ উঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

শেষমেশ মনোনয়ন বাতিলের বিরুদ্ধে গত ৭ ডিসেম্বর ফিরোজুর রহমান প্রধান নির্বাচন কমিশনে তার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সেই ধারাবাহিকতায় আপিলের শুনানি শেষে আজ (১৩ ডিসেম্বর, বুধবার) তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি/তিতাস টাইমস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>