সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

নিজ সহকর্মীর গুলিতে ইসরাইলী ২০ সেনা নিহত

বিশেষ সংবাদদাতা, তিতাস টাইমস২৪ : ইসরায়েলি সামরিক বাহিনী গত ২৮ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করে। সেসময় থেকে শুরু করে এখনো পর্যন্ত সেখানে ১১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দখলদার ইসরাইলী সেনাবাহিনীর রেডিও। আর এর মধ্যে ২০ জনই প্রাণ হারিয়েছেন নিজ সহকর্মীর গুলিতে।

ইসরাইলী কর্তৃপক্ষ স্বীকার করেছে, নিহতদের মধ্যে কয়েকজন পদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছেন।

সেনাবাহিনীর রেডিওর খবরে আরও বলা হয়েছে, গাজায় যে ২০ ইসরাইলী সেনা সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ১৩ জনকে গুলি করা হয়েছে শত্রুপক্ষের সদস্য ভেবে। ইসরাইলী বাহিনী ভেবেছিল তারা যাদেরকে গুলি করছে তারা ফিলিস্তিনি। কিন্তু হত্যার পর বুঝতে পারে তারা নিজেদের সেনাদের হত্যা করেছে।

এই বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩৫ জন ইসরাইলী সেনা নিহত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>