সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

মুসাভি হত্যাকাণ্ডে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান

নিউজ ডেস্ক : ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজি) শীর্ষ উপদেষ্টা রাজি মুসাভি নিহত হওয়ার ঘটনায় ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।


দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ‘সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসির সামরিক উপদেষ্টাকে হত্যা করার জঘন্য কাজটি দখলদার ইহুদিবাদী ইসরাইলের হতাশার আরেকটি লক্ষণ। এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।’


এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘তেল আবিব এখন কঠিন কাউন্টডাউনের মুখোমুখি।’ এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘ব্রিগেডিয়ার জেনারেল রাজি মুসাভি অনেক বছর ধরে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন ইরান এবং এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে।’


রাজি মুসাভি ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক জোটের সমন্বয়ের প্রধান কর্মকর্তা ছিলেন। সেই সঙ্গে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীসহ এই অঞ্চলে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের প্রচেষ্টায় তিনি ব্যাপকভাবে জড়িত বলে মনে করা হয়।


ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভি অনুসারে হিজবুল্লাহ বলেছে, তারা এই হত্যাকাণ্ডকে একটি প্রকাশ্য এবং নির্লজ্জ লঙ্ঘন হিসেবে বিবেচনা করে, যা সকল সীমা ছাড়িয়ে গিয়েছে।


এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরাইলি বিমান হামলায় সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আরও দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছিল তেহরান।



তিতাস টাইমস২৪/আন্তর্জাতিক ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>