সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

দেশে ফিরে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাবনূর

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অভিনয় করেছেন অসংখ্যা চলচ্চিত্রে। বলা হয়ে থাকে, রূপে-গুণে অনবদ্য এক নায়িকা তিনি। যদিও দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি।  তবে বেশ কছুদিন যাবত শোনা যাচ্ছিল আবারও সিনেমায় ফিরছেন ঢালিউড সম্রাজ্ঞী।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। দেশে ফিরে নিজের জন্মদিনে ‘মাতাল হাওয়া’ শিরোনামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানালেন এই অভিনেত্রী। সিনেমাটির নাম ‘রঙ্গনা’। 

সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। এই সিনেমাটি দিয়ে নতুন বছরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর। এটি নির্মাতার প্রথম সিনেমা। এর আগে বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে শাবনূরের বিপরীতে কাকে নেওয়া হচ্ছে এই সিনেমায় তা এখনই খোলাসা করেননি তিনি। 

শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, ‘থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনও তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু করবো। রোজার ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’

সিনেমাটি প্রসঙ্গে শাবনূর বলেন, ‘‘অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে ফিরবো। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’’

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সঙ্গীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় উপস্থিত হননি দর্শকপ্রিয় এই তারকা। সিনেমা থেকে সাময়িক দূরত্ব তৈরি হলেও এই অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

© TitasTimes24 All Rights Reserved

class='remove-footer'>